
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের অভাবী কৃষক সেলিম হোসেন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে গ্রামের দবির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি আত্নহত্যা করেন বলে দাবি করছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি ‘আত্নহত্যা’ করেন।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।