সিলেট-২ ইয়িলাস পত্নী লুনার প্রার্থীতা স্থগিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮ একুশ ডেস্ক: সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন আদালত। উচ্চ আদালতে দায়েরকৃত একটি রিট আবেদনের শুনানি শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত করা হয়। রিট আবেদনে উল্লেখ করা হয়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন করতে হলে তিন বছর আগে চাকরি ছাড়তে হয়। কিন্তু তাহসিনা রুশদীর লুনার চাকরি ছাড়ার তিন বছর সময় পার হয়নি। বৃহস্পতিবার রিট আবেদনটির শুনানি শেষে বিচারক লুনার প্রার্থিতা স্থগিত করেন। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। বর্তমান সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া আসনটি থেকে এবারও মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আসনটি থেকে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: ইয়িলাস পত্নী লুনার প্রার্থীতা স্থগিত