আ.লীগ-বিএন‌পি‌কে বাদ দিয়ে জাতীয় ঐক্য চান কা‌দের সি‌দ্দিকী

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী ব‌লে‌ছেন, জাতীয় ঐক্যের চেষ্টা অনেক দিন ধরেই করছি। তবে, বিএনপির সঙ্গে ঐক্য করার জন্য আমাদের প্রচেষ্টা নয়। আমাদের লক্ষ্য সরকার এবং বিএনপির সমদূরত্বে থেকে কাঙ্ক্ষিত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।’

শুক্রবার (২০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা বি. চৌধুরী আর ড. কামাল হোসেনের কার্যকর নেতৃত্ব চাই। এটা ফ্রন্ট হোক বা জোট হোক, তার প্রধান হবে বি. চৌধুরী। নির্বাচনের পর সরকার গঠন করলে সরকার প্রধান হবেন ড. কামাল হোসেন।’

খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারতে আসার বিষয়ে সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়ার বিষয়ে সংবাদ সম্মেলন কেন ভারতে এসে করতে হবে।’

‘বিএনপি ক্ষমতায় এলে যদি রক্তের গঙ্গা বয়ে যায় তার প্রতিকার কি হবে তা আমাদের ভেবে দেখতে হবে’-সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার তো মনে হয় না এটার প্রতিকার আওয়ামী লীগ বা বিএনপির হাতে আছে।’

চার দলীয় যুক্তফ্রন্টে কৃষক শ্রমিক জনতা লীগ আছে কিনা- এমন প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, ‘যুক্তফ্রন্ট এখনও প্রেস কনফারেন্স করে নাই, কিংবা প্রকাশ্যে কোনও আলোচনাও করে নাই। আমি এখনও বলতে পারি না, আমি আছি কিনা না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দীকী।

Comments