আদালতে হাজির হতে এবার ইসির সহায়তা চেয়ে ‘মিলনের’ চিঠি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮ একুশ নিউজ: আদালতে হাজিরা দেয়ার সুযোগ করে দিতে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সহায়তা চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আ ন ম এহছানুল হক মিলন। রোববার বিকালে স্বামীর পক্ষে এ-সংক্রান্ত একটি চিঠি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান মিলনের স্ত্রী নাজমুন্নাহার বেবি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমার স্বামী কোর্টে হাজিরা দিতে পারছেন না। চাঁদপুর কোর্ট এলাকা পুলিশ ও ডিবি ঘিরে রেখেছে। বোরকা পরা কোনো নারী কোর্টে গেলেও তার মুখোশ খুলে দেখা হচ্ছে। আমরা কোর্টে যেতে চাই। কিন্তু, যেতে পারছি না। এজন্য সিইসি সহায়তা চাই। ইসিতে জমা দেওয়া চিঠিতে এহছানুল হক মিলন লেখেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোয় হাজিরা দিতে ব্যর্থ হই। তবে সম্প্রতি দেশে ফিরে আদালতে হাজিরা দেয়ার চেষ্টা করেও নির্বাচনী এলাকা চাঁদপুরের বাড়ি ও কোর্ট প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতি তৎপরতার কারণে ব্যর্থ হই। মিলন বলেন, আমি একাধিক বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে, পুলিশ আমাকে আদালতে হাজির হওয়ার সুযোগ না দিয়ে বাইরে থেকে গ্রেফতার, অতঃপর নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতনের লক্ষ্যে এমন ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে। যেহেতু নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান পুলিশসহ সমগ্র প্রশাসন ইসির নিয়ন্ত্রণাধীন, সেজন্য আমাকে ঘিরে পুলিশ প্রশাসনের এই বেআইনি তৎপরতা বন্ধে আমি ইসির হস্তক্ষেপ কামনা করছি। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: আদালতে হাজির হতে এবার ইসির সহায়তা চেয়ে ইসিকে ‘মিলনের’ চিঠি