২০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ মাশরাফির নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮ স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টাইগার হিরো মাশরাফি বিন মর্তুজা ২০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ করলেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামার মধ্য দিয়েই এই রেকর্ড গড়েন টাইগার অধিনায়ক। অবশ্য বাংলাদেশের জার্সি গায়ে ২০০ ওয়ানডের মাইলফলক ছুঁতে অপেক্ষা করতে হবে এই সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত। কারণ, মাশরাফি ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে দু’টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সে কারণে তার ক্যারিয়ারের মোট ওয়ানডে ১৯৯টি। আর বাংলাদেশের জার্সি গায়ে তার মোট ওয়ানডে ১৯৭টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি খেলতে পারলে লাল-সবুজের জার্সি গায়েও তিনি ছুঁয়ে ফেলবেন ২০০ ওয়ানডে খেলার মাইলফলক। মাশরাফির পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি খেলেছেন ১৯২ ওয়ানডে। চতুর্থ স্থানে থাকা তামিম ইকবাল খেলেছেন ১৮৩ ওয়ানডে। /সিএইচ Comments SHARES খেলাধুলা বিষয়: ২০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ মাশরাফির