সিরাজগঞ্জ ৬টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৬টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন।শনিবার পল্টনে দলীয় কার্যালয়ে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিক ভাবে এ মনোনয়ন চূড়ান্ত করেন।

সিরাজগঞ্জ ৬টি আসনে আসনে প্রার্থী হলেন যারা, সিরাজগঞ্জ- ১ (কাজীপুর-সদর আংশিক) এ আসনে মুফতি আল-আমিন সিরাজী, সিরাজগঞ্জ- ২ (সদর-কামারখন্দ) মুফতি মহিবুল্লাহ, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) গাজী আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) মুফতি আলহাজ্ব আব্দুর রহমান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী)ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, সিরজগঞ্জ-৬ (শাহজাদপুর)মুফতি আলহাজ্ব মেজবা উদ্দিন

সিরাজগঞ্জের কৃতি সন্তান ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী বলেন,৬টি আসনের প্রার্থীদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা, চার জন মুফতি ও একজন ইন্জিনিয়ার রয়েছেন। তিনি হাতপাখা মার্কায় ভোট দিয়ে দেশকে মাদক-সন্ত্রাস,ক্ষুধা ও দুর্নীতিমুক্ত করতে জনগনের কাছে আহবান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও ২ আসনের প্রার্থী মুফতি মুহিবুল্লাহ বলেন,ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সিরাজগঞ্জের ৬টি আসনের মনোনীয়ত প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন,এবং জনগন ব্যাপক  সারা দিচ্ছেন যেটা হাতপাখার প্রার্থীর বিজয়ী হওয়ার লক্ষণ

Comments