সিরাজগঞ্জে বিএনপি নেতা আটক
সিরাজগঞ্জ সংবাদদাতা : নাশকতার মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কে.এম তরিকুল ইসলাম আরিফকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (২ মে) দুপুরে নিজের বাসা থেকে তাকে আটক করা হয়।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শনিবার দুপুরে নিজের বাসা থেকে বিএনপি নেতা তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।