সবার জন্য সমান সুযোগ তৈরি না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: চরমোনাই পীর

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

একুশ নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সব দলের জন্য সমান সুযোগ তৈরি না করলে নির্বাচন একপেশে হিসেবে চিহ্নিত হবে।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে উল্লেখ্য করে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কমিশনের প্রতি আহ্বান জানান।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, ভোটাররা ভোট দিতে পারলে বড় দুটি দলকেই বর্জন করবে এবং হাতপাখাকে দেশবাসী বিজয় করবে।

তিনি বলেন, আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।

তিনি বলেন, ঘুরেফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোন কল্যাণ হবে না। এজন্য দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে।

নির্বাচনে পেশীশক্তি ও দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, কালো টাকার মালিকরা টাকার বিনিময়ে ভোট কিনে।

এদেরকে বয়কট করতে হবে। সর্বত্র আল্লাহভীরু নেতা নির্বাচিত করে দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে।

এদিকে আজ বিকেলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ঢাকা-৪ আসনে এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম কুমিল্লা-৩ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেন।

/আরএ

Comments