শেখ হাসিনার অধিনেই জাতীয় নির্বাচন: তোফায়েল
জুবায়ের চৌধুরী পার্থ,ভোলা: যথা সময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারের অধিনেই হবে সামনের জাতীয় নির্বাচন। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১ মে) মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
বানিজ্যমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে কোন তত্তাবধায়ক সরকার আসবেনা,সকল দলের অংশ গ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশ গ্রহণ করেন নাই নিশ্চই তারা ভুল করেছেন। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করেছেন।
তিনি বলেন, বিএনপি যদি আগামী দিনে নির্বাচন অংশগ্রহন না করেন তা হলে আবারও ভুল হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এই নির্বাচনে নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে বলেন ঘরে ঘরে আওয়ামলীগের দুর্গ গড়ে তুলতে হবে।
জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।
/এসএন