রাজশাহীতে বুলবুল, বরিশালে সরোয়ারের হাতে ‘ধানের শীষ’

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮

নিজস্ব সংবাদদাতা : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্যদিকে মনোনয়ন চেয়েও পাননি বরিশালে বিএনপিদলীয় বর্তমান মেয়র আহসান হাবীব কামাল। বরিশালে ‘ধানের শীষ’ পেয়েছেন সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

আজ রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দুই সিটির নির্বাচনে মেয়র পদে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চেয়েছেন ১৬ জন। গত বুধবার প্রার্থীরা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরের দিন বৃহস্পতিবার জমা দেন এবং ওই দিনই তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়।

বরিশাল ও সিলেটে একাধিক প্রার্থী থাকলেও রাজশাহীতে বুলবুল ছাড়া অন্য কোনো প্রার্থী ছিলেন না। অন্যদিকে বরিশালের বর্তমান মেয়র আহসান হাবীব কামাল দলীয় মনোনয়ন আবার চাইলেও সেটা পেয়েছেন সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার।

সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীসহ ছয়জন বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ৷

#এএইচ

Comments