যুবকদের চারিত্রিক সংশোধনের মাধ্যমে এ দেশকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হবে-যুব আন্দোলন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
শুক্রবার (২৭ জুলাই) বিকালে নগর কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে নগর সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক । বিশেষ অতিথি ছিলেন নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নগর যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হক তানভীর, সাংগঠনিক সম্পাদক এইচ এম জুনায়েদ মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, প্রচার সম্পাদক গাজী ফেরদাউস, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মোঃ মেহেদী হাসান, মোঃ ফজলুল করিম, মোঃ শিমুল ব্যাপারী, মোঃ আলামিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ আমজাদ হোসেন, মোঃ গোলাম মুর্তজা সাগর, মুহাঃ সাইফুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সন্ত্রাস, মাদক ও অশ্লীলতার ভয়াবহতা রুখতে নববী আদর্শের যুব সমাজ গড়তে ইসলামী যুব আন্দোলনকে অগ্রগামী ভূমিকা পালন করার আহবান জানান।

Comments