ভোলায় ১৭০২ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: ভোলায় ১৭০২ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী কে আটক করেছে ভোলা সদর থানার ডিবি পুলিশ।
আজ (৪ এপ্রিল) বুধবার বিকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড থেকে তাদের দু জনকে আটক করা হয়।

আকটকৃতরা হলেন, ফোরকান আহমেদ (৫৩) ও তার স্ত্রী খালেদা বেগম (৩৬)। আটকৃতরা কক্সবাজার টেকনাফ উপজেলার বাসিন্দা।
ভোলা ডিবির এসআই সৌকাত জাহান জানান, গোপন সংবাদের ভিতিত্তে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল আলীনগর এলাকার মৃধা বাড়িতে অভিযান চালিয়ে ১৭০২ পিচ ইয়াবা সহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়ার কার্যক্রম চলছে।

Comments