বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮ স্টাফ রিপোর্টার: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আগামীকাল রোববার দিল্লি যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারত সফর উপলক্ষে শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের। এসময় ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিজেপি এসে আমাদের জন্য ভোট চাইবে না, চাইতেও পারবে না। এই পার্টি টু পার্টি প্রোগ্রাম। এখানে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বাড়বে। ওবায়দুল কাদের আরো বলেন, ইন্ডিয়ান ডেমোক্রেমির একটা বিউটি আছে। তারা বাংলাদেশসহ অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে অন্যান্য দেশ এ বিষয়ে খুব দৌড়াদৌড়ি করে। অনেক দেশ ছোটাছুটি করে। ইন্ডিয়া এগুলো করে না। তিনি বলেন, স্বার্থ ছাড়া সম্পর্ক গড়ে ওঠে না। তবে ইন্ডিয়া মোর দেন এ নেইভার। /এমএম Comments SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগবিজেপিবিজেপির আমন্ত্রণে আগামীকাল ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দলভারতীয় জনতা পার্টি