বিকেলে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ দল

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে এখনো আরো দু’দিন বাকি। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ।

দুই ভাগে বিভক্ত হয়ে আজ বুধবার প্রথম ভাগে ভারত থেকে ১০ জনের দল আসছে ঢাকায়। বিকালে ঢাকায় পৌঁছার পর সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রাম যাবে সফরকারীরা।

দ্বিতীয়ভঅগে আগামীকাল অন্য খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আসবেন। চট্টগ্রামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

তার আগে ক্যারিবীয়রা দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দু’দল তিনটি করে ওডিআই এবং টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। প্রথম দুটি ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে ৯ ও ১১ ডিসেম্বর।

তৃতীয় ও শেষ ওডিআই সিলেটে। এটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর প্রথম টি ২০ ম্যাচের ভেন্যুও সিলেট। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় টি ২০ দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।

/আরএ

Comments