বিকেলে জাতীয় ঐক্যের ঘোষণা প্রেসক্লাবে

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৮

স্টাফ রিপোর্টার: বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা করবেন জাতীয় ঐক্যের নেতারা। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করার কথা থাকলেও তাতে অনুমতি মেলেনি। ফলে আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে একমত হন বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া।

বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকে এ বিষয়ে একমত হন জাতীয় ঐক্যের উদ্যোক্তারা।

/এমএম

Comments