বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮ নিজস্ব প্রতিবেদক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় ঘিলে রেখেছে পুলিশ। রায়কে কেন্দ্র করে বিএনপি কর্মীরা যাতে কোনো প্রকার নাশকতার চেষ্টা চালাতে না পারে সেজন্য সকাল থেকেই পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পোশাধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও রয়েছেন বিএনপি কার্যালয়ের সামনে। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে আরো ১৭ জনকে। বিএনপির পক্ষ থেকে পূর্ব থেকেই বলা হচ্ছে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়েছে অন্যদিকে আওয়ামী লীগ অভিযোগ করে আসছে, শেখ হাসিনাকে হত্যা করে দলকে নেতৃত্বশূন্য করতেই এই হামলা করা হয়েছিলো এবং তাতে প্রত্যক্ষ মদদ ছিলো তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ