ফলোঅন করিয়ে জয়ের ম্যাচে অনন্য রেকর্ড বাংলাদেশের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮ মারুফ মুনির: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট েইন্ডিজকে হোয়াইটওয়াশ করার এটাই প্রথম ঘটনা। নির্দিষ্ট কোনো দল হিসেবে একাধিকবার হোয়াইটওয়াশ প্রথম রেকর্ডও এটা। অন্যদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের ইতিহাসে এই প্রথমবার প্রতিপক্ষকে ফলোঅন করিয়েছে টাইগাররা। এবং ফলোঅন করিয়ে জয়ও তুলে নিতে পেরেছে টাইগাররা। প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জিতার রেকর্ডও এটাই প্রথম। এছাড়াও শুধুমাত্র স্পিনাররাই প্রতিপক্ষের এক ম্যাচে ২০ উইকেট নেয়ার কৃতিত্বটাও এখন বাংলাদেশের। দুই ম্যাচ মিলিয়ে ৪০ উইকেট নেওয়ার রেকর্ডটিও বাংলাদেশের। এর আগের রেকর্ডটিও বাংলাদেশেরই ছিলো। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ উইকেট নিয়েছিলো বাংলাদেশি স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ২০০৯ সালে তাদের দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যদিও বলা হয় সেটি ছিল ক্যারিবীয়দের খর্ব শক্তির দল। প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ৯৫ রানে ও ২য় ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্ব ৪ উইকেটে জয় পায় টাইগাররা। ৯ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিজেদের মাটিতে মুখোমুখি বাংলাদেশ। এবারেও দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে চট্টগ্রামের মাটিতে সেই সাকিবের নেতৃত্বেই পায় ৬৪ রানের জয়। ঢাকা টেস্টে নিজেদের টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পেলো বাংলাদেশ। এক ইনিংস ১৮৪ রানের বড় জয় পায় সাকিবের দল। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৫০৮ রানের টার্গেটে খেলতে নেমে ২৪ ওভার খেলে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৫ রান। আজ তৃতীয় দিনে প্রথম এক ঘন্টাতেই বাকী ৫ উইকেট হারিয়ে উইন্ডিজরা অলআউট হয়ে মাত্র ১১১ রানে। ৩৯৭ রানের লিড পেয়ে দ্বিতীয়বার ব্যাট করতে না নেমে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅনে ব্যাট করতে পাঠায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। পুনরায় ব্যাটিংয়ে নেমে ৫৯ ওভার ২ বল খেলে মাত্র ২১৩ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এতে প্রথমবারের মতো একদিনেই প্রতিপক্ষের ১৫ উইকেট তুলে নেওয়ার অনন্য রেকর্ড গড়ে টাইগাররা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও আরো ৫ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। এক ম্যাচে ১২ উইকেট নিয়ে গড়েন রেকর্ড। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটিও মিরাজের। সেটাকেই ছাপিয়ে গেলেন মিরাজ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন মিরাজ। তাও মাত্র ১৮ ম্যাচ খেলে। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: ফলোঅন করিয়ে জয়ের ম্যাচে অনন্য রেকর্ড বাংলাদেশের