দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ: রিজভী

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

একুশ ডেস্ক: মানুষ আজ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। শিগগিরই মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা তথা গণতন্ত্রকে ফিরিয়ে এনে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।

আজ পুলিশের ভয়, আওয়ামী মাস্তানের ভয়, মৃত্যুভয় মুছে নানা শ্রেণি-পেশার মানুষ এ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্য চলার বিধান পৃথিবীর কোথাও নেই বলে মন্তব্য করে রিজভী আরো বলেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার বেআইনি নজির সৃষ্টিকারী সরকার। তারা নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, এটিও তার একটি।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও বাংলাদেশ ন্যাপ ২০ দলীয় জোট ছাড়ার যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এতে ২০ দলীয় জোটে কোনো প্রভাব পড়বে না।

/আরএ

Comments