ঢালাও নয়, বিএনপির অভিযোগ সুস্পষ্ট: মির্জা ফখরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮ নির্বাচন কমিশনে দেওয়া বিএনপির অভিযোগ ঢালাও নয় বরং তা সুস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার শেষ দিনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বক্তব্যের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপির ‘ঢালাও অভিযোগ’ আমলে নেওয়া হবে না। তবে বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে বলে জানান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এরই প্রেক্ষিতে বিএনপি মহা সচিব বলেন, বিএনপি কোনো ঢালাও অভিযোগ করেনি। বিএনপির অভিযোগ সুস্পষ্ট। ফখরুল বলেন, আমরা সবসময় বলেছি যে, নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তার সাংবিধানিক দায়িত্ব এবং সেই দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হয় তার জন্য জনগণের কাছে, জাতির কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, তা পূরণ করতে সক্ষম হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার পরও গ্রেপ্তার-হয়রানি চলছে অব্যাহতভাবেই। এসব বিষয়ে আমাদের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: ঢালাও নয়বিএনপির অভিযোগ সুস্পষ্ট: মির্জা ফখরুল