টেস্ট র্যাঙ্কিংয়ে ফের উইন্ডিজদের পেছনে ফেলার হাতছানি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮ স্পোর্টস ডেস্ক: টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো নিজের সেরা অষ্টম স্থানে যাওয়ার হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়েই বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজকে র্যাঙ্কিংয়ে পেছনে ফেলার সুযোগ উঁকি দিচ্ছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের মধ্যে এবারই প্রথম প্রতিপক্ষকে ফলোঅন করিয়ে ইনিংস ব্যবধানে জেতার ঘটনা ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সব মিলিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। তবে তাতে আইসিসি র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি আপাতত। তবে অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিং ব্যবধান কমিয়ে উইন্ডিজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের র্যাটিং পয়েন্ট কমেছে ৫ পয়েন্ট। বিপরীতে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে মাত্র ২ পয়েন্ট। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন মাত্র ১। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭০, বাংলাদেশের ৬৯। তবে সিরিজ শুরুর আগে বাংলাদেশের র্যাটিং বেড়ে র্যাঙ্কিং উন্নতির একটা সম্ভাবনার কথা জানা গিয়েছিলো। কিন্তু ঢাকা টেস্ট শেষে ক্রিকেটের প্রধান সংস্থান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বশেষ র্যাঙ্কিং ঘোষণায় কোনো পরিবর্তন আসেনি। আইসিসি টেস্ট র্যাঙ্কিং: র্যাঙ্কিং——— দেশ—— ম্যাচ—– রেটিং ১ ————-ভারত ——৩৮ ——১১৬ ২ ————ইংল্যান্ড —-৪৯ ——১০৮ ৩ ——-দক্ষিণ আফ্রিকা –৩৫ ——১০৬ ৪ ——-নিউজিল্যান্ড —–২৩ ——১০২ ৫ ——-অস্ট্রেলিয়া ——-৩৬ ——১০২ ৬ ——–পাকিস্তান ——–২৪ ——-৯৫ ৭ ———শ্রীলঙ্কা ———৪২ ——-৯৩ ৮ ——ওয়েস্ট ইন্ডিজ —-৩৫ ——৭০ ৯ ——–বাংলাদেশ ——-২৫ ——৬৯ ১০ ——-জিম্বাবুয়ে ——–১১ ——১৩ /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: টেস্ট র্যাঙ্কিংয়ে ফের উইন্ডিজদের পেছনে ফেলার হাতছানি