জোট অটুট রেখেই বৃহত্তর ঐক্য চায় ২০ দল

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮

২০ দলীয় জোট অটুট রেখেই বৃহত্তর জাতীয় ঐক্যে যোগ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরীক দলগুলো।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে জোটের নেতারা এ দাবি জানিয়েছেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, শরীক দলের নেতারা বলেছেন, ২০ দলীয় জোট একটি পরীক্ষিত ও বিশ্বস্ত জোট। এ জোট রেখেই করতে হবে বৃহত্তর ঐক্য।

তবে বৈঠক বিষয়ে আনুষ্ঠানিক কোন ব্রিফিং হয়নি।বৈঠক শেষে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সবগুলো দাবি আদায়ে ২০ দল একমত হয়েছে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য, আন্দোলন কর্মসূচি নিয়ে কথা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলনা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির অপর অংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আজাহারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের একাংশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী, অপর অংশের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসাইন ইসা।

#এএইচ

Comments