জামিনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল করা হবে : অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮

একুশনিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রায় ঘোষণার পর সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল আপিল করার কথা জানান।

এর আগে দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন ফারুক বলেছেন, অন্য মামলায় গ্রেফতার না দেখালে খালেদা জিয়ার মুক্তি পেতে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়। প্রায় ৩২ দিনের মাথায় বেগম খালেদা জিয়া জামিন পেলেন ।

/এসআর

Comments