বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ধরা পড়লো নানা অনিয়ম

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দুদকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল কবীরের নেতৃত্বে একটি টিম অভিযানে আসেন।

২৭ মে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দুদক টিম হাসপাতালের বাসা বরাদ্দের অনিয়ম, ঔষুধের হিসাব গড়মিল, মাতৃত্ব ভাতা ডিএসএফ প্রকল্পের অনিয়ম, প্যাথলজি বন্ধ ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. আবুল কাশেমকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন।

দুদক টিম হাসপাতালে প্রায় ২ ঘন্টা ধরে অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলেন এবং কাগজপত্র খতিয়ে পরীক্ষা- নিরীক্ষা করেন।

হাসপাতালের রোগীরা ও এলাকার সাধারণ মানুষ দুদক টিমের নিকট হাসাপাতালের নানা ধরনের অনিয়ম সম্পর্কে অবহিত করেন।

অভিযান শেষে দুদকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল কবীর বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের নিকট প্রেস ব্রিফিং করে বলেন, হাসপাতালের প্রধান কর্মকর্তা সহ সকল চিকিৎসক ও অন্যান্য কর্মচারীগন স্থানীয় হওয়ার কারণে ব্যপকভাবে অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে বাসা বরাদ্দ, ঔষুধের হিসাব গড়মিল, প্যাথলজি বন্ধ, ডিএসএফ প্রকল্প অনিয়মসহ প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা অনুপস্থিত ছিলেন রয়েছেন।

এএ/

Comments