দৌলতপুরে নেই বিনোদন কেন্দ্র, তাই পদ্মা তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৯

তামীম আদনান, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে কোন বিনোদন কেন্দ্র না থাকায় পদ্মা নদীর তীরে বিনোদন পীপাসুদের উপচে পড়া ভিড়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার তীরে ছিলো সব বয়সী মানুষের আনাগোনা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদের আনন্দ উপভোগ করেন হাজারো মানুষ ঈদের দ্বিতীয় দিনেও তার কম নয় । ঈদকে সামনে রেখে নদীর তীরে আনা হয়েছে নাগর দোলাসহ বিভিন্ন উপকরণ। সেই সাথে নদীতে ছিলো নৌকার ব্যবস্থা। এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও ঈদের আনন্দ উপভোগ করেন।

দর্শনার্থীরা বলেন, দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলার বৃহত্তম উপজেলা হওয়া শর্তেও কোন বিনোদনের ব্যবস্থা নেই। তাই মানুষ শুধুমাত্র পদ্মা নদীর তীরে আসেন ঘোড়াঘুড়ি ও আনন্দ নিতে। তবে তাদের দাবি, এই বিনোদন কেন্দ্রকে আরো পরিকল্পিতভাবে সাজানো উচিৎ। যাতে মানুষ নির্মল আনন্দ উপভোগ করতে পারে।

এমএম/

Comments