চট্রগ্রামে পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮ একুশ ডেস্ক: সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। চট্রগ্রামে পৌঁছে ঐক্যফ্রন্টের নেতারা হোটেলে অবস্থান নিয়েছেন। দুপুরে তাদের সমাবেশস্থলে যাওয়ার কথা রয়েছে তাদের। শনিবার সকাল ১০টায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম পৌঁছান। এরপর তারা হজরত শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, সকালে ঢাকা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ ঊর্ধ্বতন নেতারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন। উল্লেখ্য, আজ বিকেলে চট্টগ্রাম মহানগরের নুর আহমেদ সড়কে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। /আরএ Comments SHARES রাজনীতি বিষয়: চট্রগ্রামে পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা