ঢাকা, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার আমলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতিতে প্রথম ছিল

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

‘খালেদা জিয়ার আমলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতিতে প্রথম ছিল। আর আমাদের নেত্রী শেখ হাসিনার সরকার এটিকে কমিয়ে ১৭ নম্বরে এনেছেন’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

একথার সূত্র ধরে তিনি আরো বলেন, এতেই স্পষ্ট বোঝা যায় বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন।

শুক্রবার (৬ এপ্রিল) সকালে মাদারীপুরের পানিছত্র এলাকায় ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস স্টোর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, তারেক রহমান শীর্ষ দুর্নীতিবাজ। তাই তাকে আমেরিকান ভিসা দেয়নি যুক্তরাষ্ট। আসলে বিএনপি শুধু নিজেদের দিকটাই দেখেন, অন্যদেরটা দেখতে চান না।

মন্ত্রী এ সময় বলেন, দুদকের কার্যক্রম থেকে শুধু বিএনপি নেতারা নয়, সরকার দলের এমপিরাও বাদ পড়বে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নুর, ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন বেগমসহ আরো অনেকে।

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ