কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন ইমরান এইচ সরকার

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, এলাকাবাসীর অনুরোধ ও আগ্রহের বিষয়ে চিন্তা-ভাবনা করে খুব শিগগরই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো।

ইমরান বলেন, এলাকাবাসী চাইছেন কুড়িগ্রাম-৪ (রৌমারি-রাজিবপুর-চিলমারি) আসনে নির্বাচন করি। এলাকার মুরুব্বিরা প্রতিনিয়তই আমাকে ফোন দিচ্ছেন, আমার বাবাকে অনুরোধ করছেন।

আমি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। খুব দ্রুতই আপনাদের আমার সিদ্ধান্তের বিষয়ে জানাতে পারবো।

ইমরান বলেন, আমার এলাকা এমনিতেই অবহেলিত, সেখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকার মানুষের জন্য কাজ করার ইচ্ছে আছে। তবে সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।

প্রসঙ্গ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ২০১৩ সালে শাহবাগে অনলাইন এক্টিভিটিস্টদের সমন্বয়ে আন্দোলন গড়ে ওঠে। পরবর্তী যা গণজাগরণ মঞ্চ নামে পরিচিতি পায়।

ইমরান এইচ সরকার সে সময় গণজাগরণ মঞ্চের মুখপ্রত্রের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত হন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়েকে বিয়ে করেও আলোচনায় আসেন ইমরান।

/আরএ

Comments