নির্বাচন পেছানোর আর সুযোগ নেই; ৩০ তারিখেই ভোট: সিইসি নূরুল হুদা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

একুশ নিউজ: ৩০ ডিসেম্বরের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার সকালে সিইসি বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই। ৩০ তারিখেই নির্বাচন হবে।

এর আগে ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হলেও রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে তা পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর।

মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছে ইসি।

অন্যদিকে, বিএনপি ও জাতীয় ঐক্যের পক্ষ থেকে গতকালকেও নির্বাচন কমপক্ষে এক মাসি পিছিয়ে দেয়ার দাবি জানানো হয়।

জাতীয় ঐক্যের অন্যতম নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, নির্বাচন পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট অনঢ় থাকবে।

/আরএ

Comments