নিজের মাকে গলা কেটে হত্যা করলো ছেলে
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাঁচি দিয়ে জবাই করে নিজের মাকে খুন করেছে পাষণ্ড ছেলে। গতকাল ২৪ মার্চ রাতে উপজেলার রান্দিয়া গ্রামে বিভীষিকাময় ও লোমহর্ষক এ ঘটনাটি।
পুলিশ সুত্রে জানা যায়, বৃদ্ধা মা আম্বিয়া বেগমকে (৭২) কাচিঁ দিয়ে জবাই করে হত্যা করেছে তারই একমাত্র ছেলে এমদাদুল হক ওরফে এন্দু। এ ঘটনায় ঘাতক এমদাদুল হককে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মা আম্বিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন। ২৪ মার্চ রাতে ছেলে এমদাদুল হক বৃদ্ধা মা আম্বিয়া বেগমকে (৭২) কাচিঁ দিয়ে জবাই করে হত্যা করে। এ নিয়ে এমদাদুল মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে।
ওসি জানান, রবিবার (২৫ মার্চ ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
#একুশ নিউজ/এএইচ