অবশেষে রনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮ ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বৃহস্পতিবার রাত ৮টার দিকে রনিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়। তবে রনির দাবি হলো সে অব্যাহতি নিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাশেদ মিয়াকে মারধর করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল আজিম রনি জানান, ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়েছেন। এর আগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন নুরুল আজিম রনি। সে সময় চকবাজার থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন কলেজটির অধ্যক্ষ জাহেদ খান। অভিযোগ দায়েরের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহামুদ জানান, কোচিং সেন্টারের পরিচালক রনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখন ঘটনাটি খতিয়ে দেখছেন। ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারের পরিচালক মো. রাশেদ মিয়া জানান, গত ১৭ ফেব্রুয়ারি নুরুল আজিম রনি জিইসি মোড় এলাকায় তাঁর অফিসে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এত টাকা কোথা থেকে দেবেন প্রশ্ন করলে রনি বেধড়ক মারতে থাকেন তাঁকে। এ সময় পুরো দৃশ্য ওই কক্ষে থাকা ক্লোজ সার্কিট (সিসি টিভি) ক্যামেরায় ধরা পড়ে। ছয় মিনিটের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এর আগে গত ১৪ এপ্রিল মুরাদপুর থেকে রনি ও তাঁর সহযোগী নোমান চৌধুরী, রাকিবসহ সাত-আটজন রাশেদকে মোহাম্মদপুর মাজারের সামনে থেকে ধরে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রাশেদ মিয়া। সেখান থেকে রনির অফিস বুড়ি পুকুরপাড়ের অ্যালুমিনিয়াম গলিতে নিয়ে চাঁদার জন্য রাশেদকে পেটানো হয়। এ সময় রনির সহযোগীরা রাশেদকে হকিস্টিক ও লাঠি দিয়ে আঘাত করেন বলেও দাবি করেছেন রাশেদ। রাশেদ বলেন, রনি তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘২০ লাখ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলবো।’ এমনকি রাশেদ মিয়া ও তাঁর স্ত্রীর পাসপোর্টও রনি তাঁর কাছে জমা রাখার নির্দেশ দেন। পরে বাসা থেকে ৩৫ হাজার টাকাসহ পাসপোর্ট দুটি জমা দেওয়ার পর ছাড়া পান রাশেদ। অবশ্য এসব ঘটনা অস্বীকার করেছেন নুরুল আজিম রনি। তিনি বলেন, রাশেদের সঙ্গে তাঁর ব্যবসা আছে। সেই ব্যবসার টাকা না দেওয়ায় সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ভিডিও ভাইরাল হওয়ার পর অব্যাহতি এদিকে মারধর করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার আবেদন করেছেন রনি। সন্ধ্যা ৭টায় এ সংক্রান্ত একটি আবেদনের ছবি তুলে নিজের ফেসবুকে আপলোড করেছেন তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা আবেদনে রনি লিখেছেন, একান্ত ব্যক্তিগত কারণে সজ্ঞানে তিনি অব্যাহতি নিচ্ছেন। এজন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। ২০১৩ সালের অক্টোবরে ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক হন নুরুল আজিম রনি। আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবেই তিনি এ পদ পান। যদিও এর আগে ছাত্রলীগের কোনো গুরুত্বপূর্ণ পদ-পদবিতে রনি ছিলেন না। সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর থেকেই তিনি একের পর এক অঘটন ঘটানো শুরু করেন। তার অপকর্ম পুরো সংগঠনের কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করেছে। হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেন্দ্র দখল ও প্রভাব বিস্তার করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অস্ত্রসহ ধরা পড়েন রনি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হানা দিয়ে শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেয়া সুইমিং পুল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে অবস্থানসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে রনি অংশ নেন। এতে নগর ছাত্রলীগের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। /এসআর Comments SHARES অপরাধ বিষয়: অধ্যক্ষঅধ্যক্ষ জাহেদ খানঅবশেষে রনি ছাত্রলীগ থেকে অব্যাহতিআ জ ম নাছির উদ্দিনআওয়ামী লীগইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারএবিএম মহিউদ্দিন চৌধুরীওসিকেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিচট্টগ্রাম বিজ্ঞান কলেজচট্টগ্রাম মহানগরচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রছাত্রলীগনুরুল আজিম রনিনোমান চৌধুরীপাঁচলাইশ থানাবিতর্কিত কর্মকাণ্ডের জন্য রনিকে ছাত্রলীগ থেকে অব্যাহতিভিডিও ভাইরাল হওয়ার পর রনির অব্যাহতিভ্রাম্যমাণ আদালতমহিউদ্দিন মাহামুদরাকিবরাশেদ মিয়াসাইফুর রহমান সোহাগসাধারণ সম্পাদকসুইমিং পুলহাটহাজারী