অনিন্দ্য ইসলাম অমিত এর উপর হামলায় সাতক্ষীরা জেলা বিএনপির নিন্দা

আর. ফেরদৌস রনি, (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর যশোরের বাসভবনে ও গাড়িতে সন্ত্রাসীদের দফায় দফায় উপর্যপরি হামলা, হত্যার চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো জানান- ইতিপূর্বে সন্ত্রাসীরা যশোর জেলা বিএনপি’র একাধিক নেতা কর্মীর বাড়িতে ভাঙচুর, মারপিট এবং জখম করে। সাতক্ষীরা জেলা বিএনপি বিশ্বাস করে, আওয়ামী লীগের সর্বোচ্চ মহলের নির্দেশেই এই নারকীয় তান্ডব চালানো হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পিছু হটানো যাবে না। আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।