হাতপাখার মনোনয়ন চূড়ান্ত হবে আগামীকাল

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (১৭ নভেম্বর)ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর নিজ দলের সংসদ সদস্য পদ প্রার্থীদের মনোনয়ন প্রদান করবেন।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

শনিবার প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে সারাদেশের তৃণমূল থেকে প্রস্তাবিত ও প্রাক-প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৩০০ আসনের এমপি পদপ্রার্থীগণ ঢাকায় উপস্থিত হবেন।

জানা গেছে দলীয় মনোনয়ন ফরম তোলার আগেই স্থানীয় নির্বাচন কমিশনের কাছ থেকে মনোয়ন ফরম সংগ্রহ করেছেন তারা।

প্রার্থী মনোনয়ন ফরম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য গঠিত হয়েছে ৪টি পৃথক ডেস্ক। ডেস্ক গুলিতে মনোনয়ন ফরম যাচাই-বাছাই ও সত্যায়নের পর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদে নির্দেশনায় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও অধ্যাপক মাহবুবুর রহমান এর সমন্বয়ে গঠিত টিম চূড়ান্ত করণ কাজটি সম্পাদন করবেন। তবে মুল গ্রিন সিগনালটি আসবে দলের আমীরের পক্ষ থেকে।

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা ইমতিয়াজ আলম বলেন,
সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রার্থী মনোনয়নের এই প্রক্রিয়ায়,তিনশত আসনের জন্য এমন সব ক্যান্ডিডেট নির্ধারণ করা হবে, যারা কেবল নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধিত্ব করবে না; বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব করবে; এমন আশাবাদ ব্যক্ত করছেন তিনি।

Comments