শেষ দিনে যাদের মনোনয়ন বৈধ হলো নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮ একুশ নিউজ: ইসি কার্যালয়ে শেষ দিনের মতো চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানি। গত দুই দিনে ১৭৮জনের মনোনয়ন বৈধ ঘোষিত হয় এবং ১৪১জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হয়। আজ শেষ দিন শনিবার এ পর্যন্ত যাদের মনোনয়ন হয়েছে তারা হলেন: জামালপুর-৩ আসনে গণফোরামের নঈম জাহাঙ্গীর, নেত্রকোণা-১ খেলাফত মজলিশের আব্দুল কাইয়ুম খান, ময়মনসিংহ-১ একেএম লুৎফর রহমান, ময়মনসিংহ-৬ চৌধুরী মোহাম্মদ ইসহাক, ব্রাহ্মণবাড়িয়া-২ গণফোরামের শাহ মফিজ ও ইসালামিক ফ্রন্টের মহিউদ্দিন মোল্লা, চট্টগ্রাম-৯ মোরশেদ সিদ্দিকী, চট্টগ্রাম-৮ বিএনপির এম মোরশেদ খান, চাঁদপুর-৪ বিএনপির জেড খান মো. রিয়াজ উদ্দীন, টাঙ্গাইল-১ বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন, বান্দরবানে বিএনপির মামাচিং, ব্রাহ্মণবাড়িয়া-৩ বিএনএফ’র সৈয়দ মাহমুদুল হক, রাজশাহী-৫ বিএনপির আবু সাঈদ সিদ্দিক, রাজশাহী-৬ আবু সাহিদ চাঁদ। আজ শেষ দিন (৮ ডিসেম্বর) ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। শুনানি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদা এবং অন্যান্য কমিশনাররা। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: শেষ দিনে যাদের মনোনয়ন বৈধ হলো