রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

অমিত পাল,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥ রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর মৈত্রী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় রামপালের শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক সভায় নপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

খেলা শেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রানালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

উপমন্ত্রী হাবিবুন নাহার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট আছে। খেলাধূলার মাধ্যমে যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে ওঠে তার জন্য তারা এই আয়োজন করেছে। এতে এলাকার মানুষের সাথে তাদের দূরত্ব কমে একটা বন্ধুত্বপূর্ন পরিবেশ তৈরীতে সহায়ক হবে।

তিনি বলেন, আজকে তারা যে খেলাধূলার একটি সুন্দর আয়োজন করেছে তার জন্য সাধুবাদ জানাই। ফুটবল আমাদের দেশেই নয় এটি ইন্ডিয়াতেও বেশ জনপ্রিয় খেলা। ক্রিকেটের ঝলকে এখন গ্রাম গজ্ঞের মানুষের খেলা বিলুপ্তির পথে। এই প্রচেষ্টা সারা বাংলাদেশে চালানো হলে সহজলভ্য এ খেলাটি পুনরুজ্জিবিত হবে।

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প উপ পরিচালক মোঃ রেজাউল করিম ,রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আঃ মান্নান সহ নেতৃবৃন্দ।

খেলায় বিজয়ী উজলকুড় ইউনিয়নের হাতে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন উপমন্ত্রী।

Comments