যে শর্তে ভারত ফিরতে রাজি হলেন জাকির নায়েক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মে ১০, ২০১৯ ডেস্ক: প্রায় তিন বছর ভারত ছেড়ে অন্য দেশে থাকার পর এবার শর্ত সাপেক্ষে ভারতের ফিরতে রাজি হয়েছেন ধর্মীয় বক্তা ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক। দ্যা উইক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’ উল্লেখ্য, ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। ২০১৬ সালের জুলাই মাসে বাংলাদেশে ঢাকার গুলশনে ভয়াবহ জঙ্গি হামলার পর হামলাকারীরা জাকিরের বক্তব্য শুনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে দাবি করে। এরপর থেকেই তার বিরুদ্ধে আসরে নামে ভারত। গ্রেফতার এড়াতে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন। এমএম/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: জাকির নায়েক