যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন; ট্রাম্পের ভাগ্য পরীক্ষা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ একুশ ডেস্ক: আজ মঙ্গলবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এই নিবার্চনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষাও হবে। আগামী দুই বছর মার্কিনিদের নেতৃত্ব দিতে পারবে কিনা সেটাও পরিস্কার হয়ে যাবে আজকের নির্বাচনের পর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই ভোটগ্রহণ শুরু হবে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়াটা প্রতিদ্বন্দ্বী সব দলের জন্যই খুবই জরুরি। একে দেখা হচ্ছে ট্রাম্প সরকারের প্রতি আস্থা যাচাইকারী গণভোট হিসেবে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫ আসনের সবক’টি এবং উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে নির্বাচন হবে। এছাড়াও ৩৯টি রাজ্যের গভর্নর নির্বাচনও হবে আজ। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ২৪টি আসনে জিততে হবে বিরোধী ডেমোক্র্যাটদের। পাশাপাশি সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণেও ডেমোক্র্যাটদের বাড়তি দু’টি আসন প্রয়োজন। উভয়কক্ষে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ ফিরে পেলে ব্যাপক তদন্তের মুখে পড়তে পারেন বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটরা জয়ী হলে মার্কিনীদের ওপর বিপর্যয় নেমে আসবে বলে ট্রাম্প অবশ্য হুঁশিয়ার করেছেন। আবার ওয়েস্ট ভার্জিনিয়ায় জনসভায়, অভিবাসীদের পৃথিবীর সবচেয়ে ‘জঘন্য’ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে অগ্রীম ভোটেরও ব্যবস্থা রাখা হয়েছিল। বিবিসি জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যে এবারের অগ্রীম ভোট ২০১৪ সালের অগ্রীম ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। সূত্র: বিবিসি বাংলা /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন; ট্রাম্পের ভাগ্য পরীক্ষা