মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮ মারুফ মুনির: ওয়েস্টি ইন্ডিজের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ১০ উইকেটে ৫০৮ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমেই হোচট খায় উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। দলীয় রানের খাতা খোলার আগেই শূন্য রানে সাজ ঘরে ফেরেন ওপেনার ক্যারিগ বার্থওয়েট। এরপর মাত্র ৬ রানের মাথা অপর ওপেনার কাইরেন পাওয়েল আউট হয়ে যান ব্যক্তিগত ৪ রানে। এই রিপোর্ট লেখার সময় উিইন্ডিজদের সঙগ্রহ ৫ উইকেটে রান। আউট হয়েছেন, সাই হোপ (১০ রান), সুনিল আম্ব্রিস (৭ রান) রোস্টন চেস (শূন্য রান)। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান পেয়েছেন ২ উইকেট। দিনের বাকী ৩টি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। ২৪ ওভার খেলে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৫ রান। এর আগে দ্বিতীয় দিনে খেলতে নেমে ৫০৮ রান করে বাংলাদেশ। সেঞ্চুরি করেন দলের ভাইস ক্যাপ্টেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ২৪২ বলে খেলেছেন ১৩৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস। লিটন দাস করেন ৬২ বলে ৫৪ রান। এছাড়াও গতকাল সর্বোচ্চ ৮০ রান করেন সাকিব আল হাসান। অন্যদিকে অভিষেকে নেমে ১৯৯ বলে ৭৬ রানের চমৎকার ইনিংস খেলে নজর কারেন ওপেনার সাদমান ইসলাম। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ