মহাজোটের আসন বন্টন চূড়ান্ত; জাতীয় পার্টি পেলো ৪২, বিকল্পধারা ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮ একুশ নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। শরীক দলগুলোকে মোট ৬০টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অফিস সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাজোটের অন্যতম শরীক এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ৪২টি আসন। অন্যদিকে মহাজোটের নতুন শরীক বি.চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ পেয়েছে ৩টি আসন। এছাড়াও, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) ৩টি, তরিকত ফেডারেন ২টি (লক্ষ্মীপুর-১ ও চট্টগ্রাম-২) এবং জাসদ (আম্বিয়া) পেয়েছে ১টি আসন। শরীকদের ছাড় দেয়া এসব আসনে আওয়ামী লীগে নিজেদের কোনো প্রার্থী দিবে না। তবে এরমধ্যে জাতীয় পার্টি ছাড়া বাকী প্রায় সবাই নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবে। এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আজকের মধ্যেই আওয়ামী লীগের আসন বন্টন চূড়ান্ত হবে। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: বিকল্পধারা ৩মহাজোটের আসন বন্টন চূড়ান্ত; জাতীয় পার্টি পেলো ৪২