মনোনয়ন পেতে আপিল করবেন হিরো আলম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮ একুশ নিউজ: আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আলোচিত-সমালোচিত হিরো আলম। এদিকে রোববার যাচাই-বাছাইয়ে হিরো আলমের মনোনয়ন বাতিল করেছে বগুড়া রিটার্নিং কর্মকর্তা। ভোটারদের জাল স্বাক্ষর দেওয়ায় অভিযোগে তার মনোনয়টি বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। মনোনয়ন বাতিল করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল। হিরো আলম বলেনে, আমার ক্ষমতা নেই বলে মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করবো। প্রসঙ্গ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ইউটিউবে ফানি ভিডিও করে পরিচিতি পাওয়া হিরো আলম। হিরো আলমের মনোনয়ন সংগ্রহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারাদেশে তুমুল আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিবাচক-নেতিবাচক আলোচনা চলে টিভি টকশো থেকে মঞ্চ-সমাবেশ ও ফেসবুকে। সমালোচনার জেরে জাতীয় পার্টি হিরো আলমকে মনোনয়ন দিবে কিনা প্রশ্ন ওঠলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয় হিরো আলম। শেষ পর্যন্ত জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: মনোনয়ন পেতে আপিল করবেন হিরো আলম