বিকেলে ‘অমর একুশে বইমেলা ২০১৯’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯ রুম্মান আজিজ, বিশেষ প্রতিবেক: আজ শুক্রবার শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০১৯’। শুক্রবার বিকেলে বাংলা একোডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লা সিরাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। আলোচনা শেষে তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯’ প্রাপ্তদের ক্রেস্ট ও পুরস্কার তুলে দিবেন। এবছর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে বিভিন্ন পুস্তক প্রকাশনী সংস্থাকে মোট ৭৭০টি স্টল বরাদ্ধ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। পূর্বের খবর… শুরু হচ্ছে অমর একুশে বইমেলা; চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি এবছর চারজন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্তরা হলেন, কবিতায় কবি কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের দুই লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেয়া হবে। অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১:০০টা থেকে রাত ৯:০০টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮:০০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত মেলা চলবে। /এসএস Comments SHARES একুশে বইমেলা বিষয়: