প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলো মার্কিন টেনিস তারকা জন ইজনার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮ স্পোর্টস ডেস্ক : এক যুগের টেনিস ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি-১০০০ রেটিং আসরে শিরোপার স্বাদ পেলেন মার্কিন টেনিস তারকা জন ইজনার। রোববার মিয়ামি ওপেনের ফাইনালে চতুর্থ বাছাই খেলোয়াড় আলেকজান্ডার জভারেভের বিপক্ষে জয় কুড়ান ৩২ বছর বয়সী এ মার্কিন তারকা। ফ্লোরিডায় ফাইনালে প্রথম সেটে ট্রাইব্রেকে জয় দেখেন ২০ বছর বয়সী জার্মান তারকা জভারেভ। তবে পরের দুই সেটে নিজের সার্ভিস অক্ষত রেখে একবার করে জভারেভের সার্বিস ভাঙেন ইজনার। শেষ পর্যন্ত ৬-৭ (৪-৭), ৬-৪ ও ৬-৪ গেমে জয় নিয়ে শিরোপার গৌরব কুড়ান। শিরোপা হাতে জন ইজনার শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় ইজনার বলেন, এমনটি ভাবনায় ছিল না আমার। এখানে খেলতে নামার আগে পুরো বছরে এটিপি ট্যুরে মাত্র এক ম্যাচে জয় পেয়েছিলাম আমি। আমি খুব খারাপ খেলছিলাম। এবারের মিয়ামি ওপেনের সেমিফাইনালে ফেভারিট হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারান ইজনার। গত মাসে ২০ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী সুইস খেলোয়াড় রজার ফেদেরারকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জেতেন দেল পোত্রো। রোববার ফাইনালে সার্ভিসে ১৮টি এইস হাঁকান জন ইজনার। জয়সূচক পয়েন্টটি কুড়ান এইস থেকেই। টেনিসে দীর্ঘতম ম্যাচের রেকর্ড গড়ে ২০১০ সালে উইম্বলডনের প্রথম রাউন্ডে নিকোলাস মাহুতের বিপক্ষে ৬-৪, ৩-৬, ৬-৭, ৭-৬ ও ৭০-৬৮ গেমে জয় দেখেন ইজনার। আগের দীর্ঘতম ম্যাচের চেয়েও লম্বা ছিল এর পঞ্চম সেটটি। টেনিসের এক ম্যাচে সর্বাধিক ১১৩ এইসের রেকর্ডও গড়েন তিনি ওই খেলায়। এই জয়ে আট ধাপ উন্নতি নিয়ে এটিপি র্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে এলেন জন ইজনার। /এসআর Comments SHARES খেলাধুলা বিষয়: ইজনার-ই পেল মিয়ামি শিরোপাএটিপি-১০০০জন ইজনারজার্মান তারকা জভারেভটেনিসফ্লোরিডায়মিয়ামি ওপেনের ফাইনালেরজার ফেদেরারসুইস খেলোয়াড়সেমিফাইনালেহুয়ান মার্টিন দেল পোত্রো