নিদাহাস ট্রফির পর্দা উঠছে আগামীকাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮ একুশ নিউজ : আগামীকাল থেকে পর্দা উঠছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফির’। শ্রীলঙ্কার মাটিতে আগামীকাল থেকে শুরু হতে চলা এই সিরিজে শ্রীলংকার সাথে অংশ নেবে এশিয়ার অপর দুই ক্রিকেট শক্তি বাংলাদেশ ও ভারত। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলেক্ষ্য আয়োজিত এই ‘নিদাহাস ট্রফি’ হচ্ছে ত্রিদেশীয় সিরিজ যেখানে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা প্রতিযোগিতা করবে। উদ্বোধনী দিন মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে তিন দল। গত মাসেই এই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে পরপর তিনটি হেরেছে বাংলাদেশ। তবুও নতুন আশাবাদী বাংলাদেশ এবং পেছনের ব্যর্থতা মাথায় নিতে রাজি নয় । অস্থিরতা ভুলে পেশাদারিত্বের পরিচয় দিতে সতীর্থদের আহবান জানিয়েছেন তামিম ইকবাল। এদিকে ফেভারিট হিসেবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলই এগিয়ে রাখছেন ভারতকে। নিদাহাস ট্রফি ২০১৮ আসরের সূচি তারিখ দল ৬ মার্চ ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত ৮ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম ভারত ১০ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১২ মার্চ ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত ১৪ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম ভারত ১৬ মার্চ ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১৮ মার্চ ২০১৮ ফাইনাল সকল ম্যাচ কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। /এসআর Comments SHARES খেলাধুলা বিষয়: উদ্বোধনীটি টুয়েন্টিনিদাহাস ট্রফিনিদাহাস ট্রফির পর্দা উঠছে আগামীকালবাংলাদেশবাংলাদেশ বনাম ভারতবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাভারতশ্রীলঙ্কাশ্রীলঙ্কা বনাম ভারতশ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছরসিরিজ