নিজেকেই দোষলেন আর্জেন্টিনা কোচ

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮

হোর্হে সাম্পাওলি। এ কেমন দল সাজালেন হোর্হে সাম্পাওলি! প্রথম ম্যাচের একাদশ একদিন আগে ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। আইসল্যান্ডকে আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিলেন কি না, সেই প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় ম্যাচের একাদশ ঘোষণা করলেন একদম শেষ মুহূর্তে। আর সেই একাদশ দেখেও উঠে গেল প্রশ্ন। দলে তিনটা পরিবর্তন এনেছেন ঠিকই। কিন্তু গত ম্যাচে ২০ মিনিট খেলেই আর্জেন্টিনার খেলায় গতি এনে দেওয়া ক্রিস্টিয়ান পাভোন নেই! নেই পিএসজির উঠতি মিডফিল্ডার লো সেলসো। রাখেননি দিবালাকেও!

যুগে যুগে আর্জেন্টিনা কোচদের সংবাদ মাধ্যমের পরামর্শকে থোড়াই কেয়ার করার প্রবণতা আছে। নিজে যা বোঝেন, সেটাই করেন। মাথায় বন্দুক ঠেকালেও লাভ নেই। আজকের একাদশ আর ফরম্যাটে প্রতিপক্ষকে দুই উইং ছেড়ে দিয়ে, তিন ডিফেন্ডার খেলানোর জুয়া খেলেছেন। সেটা মেসিকে আরও বেশি সুযোগ করে দিতেই হয়তো। কিন্তু আজকেই মেসি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচটাই খেললেন কি না, এখন সেই প্রশ্ন উঠেছে। আর ম্যাচ শেষে সাম্পাওলি সব দায় নিজের করে নিলেন।

আর্জেন্টিনা কোচ আত্মসমর্পনের সুরে বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিই একমাত্র দায়িত্বশীল ব্যক্তি ছিলাম। আমি আজ সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। আমি ম্যাচটায় নেমেছিলাম অনেক বেশি আশা নিয়ে। এখন এই পরাজয়ে তীব্র যন্ত্রণা অনুভব করছি। এটা তো পরিষ্কার, ম্যাচটা যেভাবে আগে থেকে বোঝা উচিত ছিল, তা আমি পড়তে পারিনি।’

#এএইচ

Comments