দেখে নিন দক্ষিণ কোপা আমেরিকার সূচি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের ডামাঢোলের মধ্যে ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবলের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের বিশ্বকাপ বলে খ্যাত এই প্রতিযোগিতার এবারের আসরে শিরোপার জন্য লড়বে ১২টি দল। এর মধ্যে অতিথি দল হিসেবে খেলবে এশিয়া মহাদেশের দুই দেশ কাতার ও জাপান। সাও পাওলোয় শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় স্বাগতিক ব্রাজিল ও বলিভিয়া মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৬তম আসরের। ‘এ’ গ্রুপে অপর দুই দল ভেনেজুয়েলা ও পেরু। ‘বি’ গ্রুপে আছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে গত আসরের রানার্স-আপরা। গ্রুপে অপর দুই দল প্যারাগুয়ে ও কাতার। ‘সি’ গ্রুপে আছে উরুগুয়ে, একুয়েডর, জাপান ও চিলি। কোপা আমেরিকার সময় সূচি দিন-তারিখ সময় ম্যাচ ১৫ জুন, শনিবার ভোর সাড়ে ৬টা ব্রাজিল-বলিভিয়া ১৬ জুন, রোববার রাত ১টায় ভেনেজুয়েলা-পেরু ১৬ জুন, রোববার ভোর ৪টা আর্জেন্টিনা-কলম্বিয়া ১৭ জুন, সোমবার রাত ১টা প্যারাগুয়ে-কাতার ১৭ জুন, সোমবার ভোর ৪টা উরুগুয়ে-ইকুয়েডর ১৮ মঙ্গল, জুন ভোর ৫টা জাপান-চিলি ১৯ জুন, বুধবার রাত সাড়ে ৩টা বলিভিয়া-পেরু ১৯ জুন, বুধবার ভোর সাড়ে ৬টা ব্রাজিল-ভেনেজুয়েলা ২০ জুন,বৃহস্পতি রাত সাড়ে ৩টা কলম্বিয়া-কাতার ২০ জুন,বৃহস্পতি ভোর সাড়ে ৬টা আর্জেন্টিনা-প্যারাগুয়ে ২১ জুন, শুক্রবার ভোর ৫টা উরুগুয়ে-জাপান ২২ জুন, শনিবার ভোর ৫টা ইকুয়েডর-চিলি ২৩ জুন, রোববার রাত ১টা বলিভিয়া-ভেনেজুয়েলা ২৩ জুন, রোববার রাত ১টা পেরু-ব্রাজিল ২৪ জুন, সোমবার রাত ১টা কাতার-আর্জেন্টিনা ২৪ জুন, সোমবার রাত ১টা কলম্বিয়া-প্যারাগুয়ে ২৫ জুন, মঙ্গলবার ভোর ৫টা চিলি-উরুগুয়ে ২৫ জুন, মঙ্গলবার ভোর ৫টা ইকুয়েডর-জাপান ২৮ জুন, শুক্রবার ভোর সাড়ে ৬টা প্রথম কোয়ার্টার ফাইনাল ২৯ জুন, শনিবার রাত ১টা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ২৯ জুন, শনিবার ভোর ৫টা তৃতীয় কোয়ার্টার ফাইনাল ৩০ জুন, বোববার রাত ১টা চতুর্থ কোয়ার্টার ফাইনাল ৩ জুলাই, বুধবার ভোর সাড়ে ৬টা প্রথম সেমিফাইনাল ৪ জুলাই, বৃহস্পতি ভোর সাড়ে ৬টা দ্বিতীয় সেমিফাইনাল ৭ জুলাই, রোববার রাত ১টা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ৮ জুলাই, সোমবার রাত ২টা ফাইনাল এমএম/ Comments SHARES খেলাধুলা বিষয়: