ঢাকার প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা জেলার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ করেছে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

এলাকার প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একাধিক হলে, প্রতীক বরাদ্দের এ সময়সূচি নির্ধারণ করা হয়।

আগামী ১০ ডিসেম্বর সোমবার ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (২য় তলা)
সকাল ১০ থেকে ১০.৩০টায় ১৭৪ ঢাকা-১, সকাল ১০.৩১ থেকে ১১টায় ১৭৫ ঢাকা-২, সকাল ১১.০১ থেকে ১১.৩০টায় ১৭৬ ঢাকা-৩, সকাল ১১.৩১ থেকে দুপুর ১২টায় ১৯২ ঢাকা-১৯ এবং দুপুর ১২.১ থেকে ১২.৩০টায় ১৯৩ ঢাকা-২০ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (রিটার্নিং অফিসারের কার্যালয়) থেকে এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়

Comments