টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও টস জিতলেন সাকিব আল হাসান। চট্টগ্রামের মতো ঢাকায়ও ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক। উইকেট দেখে শুষ্ক মনে হয়েছে সাকিবের কাছে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার প্রথম ইনিংসে সতীর্থদের কাছে চেয়েছেন বড় সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মনে করেন, পিচে সহায়তা থাকবে স্পিনারদের জন্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য খারাপ হতে থাকবে উইকেট। হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের সিরিজ জেতার নিরাপদ পথ জানা আছে সাকিব আল হাসানের। তবে অধিনায়ক হাঁটবেন না সেই সরল পথে। ব্যাটিং সহায়ক উইকেটে খেলে ঢাকা টেস্ট ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জেতায় আগ্রহ নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ঢাকা টেস্টে জিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে চান ওয়েস্ট ইন্ডিজকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্ট ৬৪ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সেই যন্ত্রণা ফিরিয়ে দিতে উন্মুখ সাকিব। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অধিনায়ক মনে করেন, দেশের মাটিতেও একই ফল সম্ভব। ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী উইন্ডিজ সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই। সম্ভাব্য টার্নিং উইকেটে বাংলাদেশের চার স্পিনারের সামনে জয়ের চ্যালেঞ্জও কঠিন। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দাবি, চাপে নেই ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ঘুরে দাঁড়াতে তারা আত্মবিশ্বাসী। চট্টগ্রামে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্ট শুরুর আগের দিন ব্র্যাথওয়েট জানান, জেতার জন্য করণীয়টুকু তারা জানেন। চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে ২০টি উইকেটই স্পিনারদের কাছে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে স্পিন সামলাতে দলীয় পরিকল্পনা যেমন আছে, তেমনি ব্যাটসম্যানদের নিজস্ব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চান ক্যারিবিয়ান অধিনায়ক। Comments SHARES খেলাধুলা বিষয়: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ