ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ঢাকায় স্ত্রীসহ আটক

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

সুমন মালাকার, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের ২০ দলীয় ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে রাজধানী ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে স্ত্রীসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহউদ্দীন আটকের কথা স্বীকার করে জানান, জামায়াত নেতা মতিয়ার রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে নাশকতাসহ বর্তমানে ২৭টি মামলা রয়েছে।

তিনি বলেন, পুলিশের একটি টিম দীর্ঘ সময় তল্লাশীর পর ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে বুধবার ভোরে স্ত্রীসহ তাকে আটক করে।

ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বলা হয়েছে, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আ.লীগের নির্বাচনি কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

উল্লেখ্য, মতিয়ার রহমানের নামে ২৭শে নভেম্বর-১৮ইং থেকে এ পর্যন্ত ৬টি ও তার সহধর্মীনির নামেও ১টি মামলা হয়েছে।

এরমধ্যে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টে একটি মামলার জামিন নিতে গিয়ে নতুন আর একটি মামলার খবর পান তিনি। বিভিন্ন মামলার জামিন এবং গ্রেফতার এড়াতে ঢাকায় অবস্থান করছিলেন মতিয়ার রহমান।

/এসএস

Comments