জামালপুরে কালের কন্ঠের সাংবাদিকের উপর দলিল লেখকদের হামলা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাব রেজেষ্ট্রি অফিসে জাল দলিলের তথ্য সংগ্রহকালে দলিল লেখকদের হামলার শিকার হলেন কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু। ষ্ট্যাম ভেন্ডার পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে হামলাকারিরা সাংবাদিক মোস্তফা মনজুকে বেদড়ক মারধর করেছে।

শহরের ফৌজদারী মোড় এলাকায় সাব-রেজেষ্ট্রি অফিসে মঙ্গল বার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক মোস্তফা মনজু জানান, শহরের দেওয়ান পাড়া এলাকার রফিকুল ইসলামের পৌনে ৩ শতাংশ জমি দলিল লেখক হাবিবুর রহমান জাল দলিল করতে জাল খারিজ,জাল খতিয়ানসহ কাগজপত্র সদর সাব-রেজেষ্ট্রি অফিসে জমা দিলে সাব-রেজেষ্টার সাখাওয়াত হোসেন জব্ধ করেন।

এ বিষয়ে জাল দলিলকারী অভিযুক্ত দলিল লেখক হাবিবুর রহমানের বক্তব্য নিতে গেলে তার ভাই কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে ১০/১২ জন দলিল লেখক সাংবাদিক মোস্তফা মনজু উপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা মোস্তফা মনজুকে কিল ঘুষি লাঠিসহ বেদড়ক মারধর করে। পরে তাকে উপস্থিত সাংবাদিক ও লোকজন হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে।

জামালপুর সাব-রেজেষ্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি জাহিদুল হক সেলিম এ প্রতিবেদককে বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনেছি। ঘটনাটি খুবই ন্যাকারজনক হয়েছে।

জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান ও সাধারন সম্পাদক লুৎফর রহমান সাংবাদিক মোস্তফা মনজু উপর হামলাকারী ষ্ট্যাম ভেন্ডার ও কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানাচ্ছি।

এমএম/

Comments