কাগজের ব্যবহার কমাতে ইভিএম ব্যবহার: ইসি রফিকুল ইসলাম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮ মোঃ শামসুল ইসলাম, রাজশাহী: নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, কাগজের ব্যবহার কমাতে ইভিএম ব্যবহারের এই উদ্যোগ। এর মধ্য দিয়ে ভোট ডাকাতি, ছিনতাই পুরোপুরি ঠেকানো সম্ভব হবে। তিনি বলেন, দেশের বাস্তবতা তাদের যান্ত্রিক দিকে এগিয়ে যেতে বাধ্য করেছে। ইভিএম ব্যবহারে ভোটের ফল যেমন দ্রুত ঘোষণা করা যাবে তেমনি এই মেশিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের স্বাচ্ছন্দ এনে দেবে। একজনের ভোট অন্যজন দেয়ার কোনো সুযোগ পাবে না। শনিবার দুপুরে রাজশাহীতে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল বলেন, ‘রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের কথা চিন্তা করে ইভিএমের ব্যবহার করা হবে। কিন্তু আপনারা যদি এটাকে গ্রহণযোগ্য না বলেন তাহলে ব্যবহার করা হবে না। এ সময় রাজনৈতিক দলগুলোকে ইভিএম পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইভিএমের সঙ্গে ইন্টারনেট সংযুক্ত না। তাই এটি হ্যাক করা যাবে না। আগে থেকে ভোট দিয়ে রাখারও কোনো সুযোগ নেই। আপনারা কোনো ত্রুটি প্রমাণ করতে পারলে এটি প্রত্যাহার করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নিশারুল আরিফ ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার। ইভিএম প্রদর্শনী ঘুরে দেখেছেন ইসি রফিকুল অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরের সভাপতিত্বে এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ইভিএম প্রদর্শনী ঘুরে দেখেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের চত্বরে আয়োজিত এই প্রদর্শনীতে ৬টি বুথে ইভিএম মেশিনে ডেমো ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। সেখানে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ইভিএম মেশিনে ঢুকিয়ে এবং আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দেয়ার পদ্ধতি শেখানো হয়। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: ইভিএমকাগজের ব্যবহার কমাতে ইভিএম ব্যবহার: ইসি রফিকুল ইসলাম