কলাম্বিয়ার কাছে পরাস্ত আর্জেন্টিনা, এল সালভাদরকে উড়িয়ে ব্রাজিলের জয়

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

মারুফ মুনির: বিশ্বকাপ বিরতির পর প্রীতি ম্যাচে নেমে হোচট খেলো লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে  শুরু হওয়া ম্যাচে প্রতিপক্ষ কলাম্বিয়ার সাথে গোল শূন্য ড্র করে আর্জেন্টিনা।

গুয়াতেমালাকে হারানো দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ স্কালোনি। শুরু থেকে খেলেন মাউরো ইকার্দি। দ্বিতীয়ার্ধে বদলি নামেন পাওলো দিবালা।

শুরু থেকে গনসালো মার্তিনেস, ইকার্দি ও মাক্সিমিলিয়ানো মেসায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ কলম্বিয়ার গোল পোস্টে আক্রমণ করতে থাকে। কিন্তু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সব প্রচেষ্টা ব্যার্থ করে দেন কলাম্বিয়ান গোলরক্ষক দাভিদ অসপিনা।

অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এল সালভাদরকে ৫-০ গোলে উডিয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেয় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এরপর একে একে আরো তিন সতীর্থের গোলে রাখন গুরুত্বপূর্ণ অবদান।

গোল করেন রিশার্লিসন, কৌতিনিহো, মার্কিনিয়োস। রিশার্লিসন দুটি গোল করেন।

/এমএম

Comments